kolkata

10 months ago

Sanitary Pad: অভিনব উদ্যোগ! এবার বাঁশদ্রোণীর পেট্রল পাম্পে মিলবে ন্যাপকিন

Sanitary Pad (File Picture)
Sanitary Pad (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের মত দেশে আজও মহিলাদের স্যানিটরি ন্যাপকিন নিয়ে সমস্যায় পড়তে হয়। ঋতুস্রাবের দিনে আজও নানা সমস্যায় পড়তে হয় ভারতীয় নারীদের। তবে এবার এই সমস্যার সমাধান কবে বাঁশদ্রোণীর একটি পেট্রোল পাম্প।  রাজ্যেএই প্রথম কোনও পেট্রল পাম্পের মহিলা শৌচাগারে থাকছে ওই ভেন্ডিং মেশিন। মাত্র পাঁচ টাকা দিয়ে ওই ন্যাপকিন ব্যবহার করতেপারবেন পাম্পের শৌচাগারে আসা মহিলারা। 

মাল্টিপ্লেক্সে গিয়ে হঠাৎ পিরিয়ড শুরু হওয়ার অসহায়তা নিয়েসম্প্রতি একটি টুইট ভাইরাল হয়েছিল। সেখানে অনেকেই জানান, পাঁচতারা রিসর্ট থেকে কর্পোরেট অফিস, বিমানবন্দর, এমনকি বেসরকারি হাসপাতালেও আচমকা প্রয়োজনে ন্যাপকিন না পাওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা। দূরপাল্লার মহিলা যাত্রীরাও যে এই একই বিপদে পড়েন বা পড়তে পারেন, তা বাসে উঠে আঁচ করতে পেরেছিলেন বাঁশদ্রোণীর বাসিন্দা শোভন। কিন্তু, তখন শহরের তিন-চারটি পেট্রল পাম্পে এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে গেলেও তা ফলপ্রসূ হয়নি। সম্প্রতি নিজের এলাকার হিন্দুস্থান পেট্রলিয়ামের ওই পাম্পে গিয়ে এই প্রস্তাব দিতেই তা লুফে নেনসেটির মালকিন ও ডিলার শালিনী সেন। মাত্র এক দিনের মধ্যেই এই প্রস্তাবে সায় দেন এইচপি-র কর্তারাও।

You might also like!