kolkata

2 days ago

Kunal Ghosh: “দেশবিরোধী জঙ্গি ও তার মদতদাতাদের অবসান হোক”, মন্তব্য কুনালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ৭ মে : “আমাদের জওয়ানদের পাশে সমর্থন নিয়ে আমরা সবাই। দেশবিরোধী জঙ্গি ও তার মদতদাতাদের অবসান হোক।” বুধবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি লিখেছেন, “পূর্ব নির্ধারিত কর্মসূচিতে এখন আমি দেশে নেই। কিন্তু অবশ্যই দেশের এক গর্বিত নাগরিক। ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ সমর্থন। দেশবিরোধী জঙ্গিঘাঁটিগুলো ধুলোয় মিশে যাক। সন্ত্রাসের কড়া জবাব হোক।

পাক অধিকৃত কাশ্মীর থেকে বারবার অসভ্যতা বন্ধ হোক। দরকারে আমাদের জায়গা আমাদের ফেরানো হোক। কিন্তু আক্রমণের উত্তেজনা আর রোমাঞ্চের মধ্যে দয়া করে গুরুত্ব দেবেন, এই পাল্টা আক্রমণের ফুটেজ যেন কার্যকরী সমাধান আনে। টিআরপি বাড়াতে মিডিয়ার উগ্র প্রচার এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিষয়টি যেন সামরিক সম্মোহনের আড়ালে অদৃশ্য অভ্যন্তরীণ সমীকরণে ব্যবহার না হয়।

সীমান্তে কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েরাই জীবন বাজি রেখে লড়ে। এদের কারুর পরিবারে সিঁদুরের প্রচলন আছে। কারুর পরিবারে নেই। সেনাতে সবাই আছে। তবু, পহেলগাঁওতে জঙ্গিহামলার কায়দার জবাবের প্রতীকী নাম অপারেশন সিঁদুর হয়েছে যখন, তাতে থাকুক কার্যকরী আন্তরিকতা। সিনেমার পোস্টারের মত সিঁদুরকৌটোর এলোমেলো ছবি দিয়ে আবেগের কৌশলগত প্রয়োগে তা যেন সীমাবদ্ধ না থাকে। জয় হিন্দ।” অপর এক্সবার্তায় লিখেছেন, “এখন Team India খেলছে। খেলুক। জিতুক। জওয়ানদের পাশে গোটা দেশ। বাকি কথা, যদি থাকে, পরে হবে। জয় হিন্দ।

You might also like!