চামোলি, ৩ মে : চারধাম যাত্রা ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে, পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী ও কেদারনাথ মন্দির। এবার বদ্রীনাথ মন্দির খুলে যাওয়ার অপেক্ষা। ৪ মে, রবিবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দিরের দরজা। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে বদ্রীনাথ মন্দির। শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা, অক্ষয় তৃতীয়ার পবিত্র ওই দিনে খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। আর ২ মে, শুক্রবার খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দির। অবশেষে রবিবার খুলতে চলেছে বদ্রীনাথ মন্দির। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নানা ব্যবস্থা করা হচ্ছে।