kolkata

2 days ago

Kolkata Hotel Fire: তিন মন্ত্রী ও সিপি-কে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত হোটেলে মুখ্যমন্ত্রী মমতা

Mamata Banerjee visits site of huge fire in kolkata
Mamata Banerjee visits site of huge fire in kolkata

 

কলকাতা, ১ মে : বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের ফিরহাদ হাকিম, শশী পাঁজা, সুজিত বসু এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। আগুন ধরে যাওয়া হোটেলটি ‘সিল’ করে দেওয়া হবে বলে জানান তিনি। দমকল যখন ঢোকার চেষ্টা করছিল, তখন হোটেলের দরজা বন্ধ ছিল বলেও জানান মুখ্যমন্ত্রী। বস্তুত, এই দুর্ঘটনার সময় মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের দিঘায় ছিলেন। কলকাতায় ফিরে বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। মমতা জানান, দিঘায় থাকাকালীনও সারা রাত তিনি পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। দমকলমন্ত্রী সুজিত এবং কলকাতা পুলিশের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছিলেন তিনি। বড়বাজারের ওই অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের বেশির ভাগই দম বন্ধ হয়ে মারা গিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা এই ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করতে যাচ্ছি। হোটেল মালিক এবং ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে... যদি কোনও দল বা প্রশাসনের কোনও স্থানীয় প্রতিনিধি তাদের সাহায্য করেছেন বলে প্রমাণিত হয়, তাহলে কাউকেই রেহাই দেওয়া হবে না।"


You might also like!