Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Life Style News

4 months ago

Durga Puja Fashion: গলার কাটিং অনুযায়ী কোন ডিজাইনের নেকলেস মানানসই? রইল একগুচ্ছ টিপস্!

Best Necklace Design for Neck Shape
Best Necklace Design for Neck Shape

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সারাবছর কাজের ব্যস্ততায় অনেকেই নিজেকে সাজিয়ে তোলার সময় পান না। কিন্তু পুজোর পাঁচদিন তো একেবারেই স্পেশাল! এই সময় একটু না সাজলে কি আর চলে? শুধু ভালো পোশাক পরলেই হবে না, তার সঙ্গে মানানসই গয়নাও চাই। বিশেষ করে গলার কাটিংয়ের সঙ্গে গয়নার মিল না থাকলে পুরো সাজটাই ফিকে হয়ে যেতে পারে। তাই গয়না কেনার আগে অবশ্যই খেয়াল রাখুন আপনার পোশাকের গলার ডিজাইন কেমন।

* ভি গলার পোশাক: বেশিরভাগ মহিলাই নাকি V গলার পোশাক পরতে ভালোবাসেন। এই ধরনের পোশাকের সঙ্গে লম্বা নেকলেস পরতে পারেন। সঙ্গে থাকতে পারে ছোট্ট একটি লকেট। তাতে আপনি আরও মোহময়ী হয়ে উঠতে বাধ্য।

* স্ট্র্যাপেলস গলার পোশাক: এই ধরনের পোশাকের সঙ্গে নেকলেস অথবা চোকার পরতে পারেন। তবে পোশাকের সঙ্গে একই রঙের গয়না বাছবেন না। একটু যেন অন্যরকম হয়। তাতে আপনার গলা এবং পোশাক দু’টির সৌন্দর্য বাড়বে কয়েকগুণ।

* সুইটহার্ট গলার পোশাক: সুইটহার্ট গলার পোশাকের সঙ্গে চোকার, ছোট্ট লকেটওয়ালা লম্বা হার পরতে হারেন। এই ধরনের পোশাকে গলার বেশিরভাগ অংশ ফাঁকা থাকে। তাই গয়নাগাটি ছাড়া এই ধরনের গলার পোশাক পরলে সাজ মাটি হতে বাধ্য।

* চৌকো গলার পোশাক: চৌকো গলার পোশাকের সঙ্গে লম্বা কিংবা লেয়ার্ড নেকলেস পরতে পারেন। চোকারও মন্দ লাগবে না।

* ইউ আকৃতির গলার পোশাক: U আকৃতির পোশাক পরলে গলার অনেকটা অংশ ফাঁকা থাকে। তাই এই ধরনের পোশাকের সঙ্গে একটু ভারী গয়না পরতেই পারেন। কিংবা লম্বা ঝুলের হার, চোকারও বাছতে পারেন।

* গলাবন্ধ পোশাক: গলাবন্ধ পোশাকের সঙ্গে সরু চোকার বাছতে পারেন। তবে সেক্ষেত্রে পোশাকের কাজ যেন খুব ভারী না হয়, সেদিকে খেয়াল রাখুন। আর পোশাক যদি ভারী হয় তবে লম্বা নেকলেস পরুন। অবশ্যই লকেট থাকা প্রয়োজন।

* বোটনেক পোশাক: বর্তমানে বোটনেক কুর্তি কিংবা ব্লাউজ ফ্যাশনে ইন। এই ধরনের পোশাকের সঙ্গে লম্বা হার পরুন। সঙ্গে সুন্দর লকেট বেছে নিন। পুজোর দিনে এই সাজে আপনার দিক থেকে কেউ নজর ঘোরাতে পারবেন না।

* ওয়ান শোলডার পোশাক: ওয়ান শোলডার পোশাকের সঙ্গে অবশ্যই হালকা গয়না পরুন। ভুলেও ভারী গয়না পরবেন না। তাতে আপনার সাজটাই মাটি হবে।

* প্লাগিং গলার পোশাক: এই ধরনের পোশাকের সঙ্গে লেয়ার্ড নেকলেস কিংবা ভারী গয়না পরতে পারেন।

তবে আর দেরি নয়! হাতে গোনা কয়েকটি দিন বাকি মাত্র চটপট বেরিয়ে পড়ুন, মনের মতো কেনাকাটা করুন।


You might also like!