
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁইছুঁই। দার্জিলিং-এর হাড় কাঁপানো শীতে মাফলার, মাঙ্কি টুপি জড়িয়ে তবুও ঠান্ডা রুখে রাখা কঠিন। তবে অঙ্কুশ-ঐন্দ্রিলা, শিলাজিৎ ও দুর্নিবার সাহার মতো সতীর্থরা হার মানতে রাজি নন। শৈলশহরে সফল অনুষ্ঠান শেষ করে তাঁরা রাতে ম্যালের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন।
শিলাজিৎ সেই মোমেন্ট ক্যামেরায় বন্দি করেছেন। দেখা যায়, মাফলারে আদ্যোপান্ত নিজেকে মুড়ে নিয়েছেন গায়ক। ক্যামেরা ঘুরিয়ে উপস্থিত বাকি সদস্যদের দেখানোর পাশাপাশি সকলের উদ্দেশে একটাই কথা বলে চলেছেন- ‘ঘুমো রে ঘুমো।’ পাশেই দাঁড়ানো ঐন্দ্রিলা সেই সুরে সুর মেলালেন। আরেকটু দূরে দাঁড়ানো অঙ্কুশের ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো পরিস্থিতি। তবে ঠান্ডাবাবাজি মরণ কামড় বসালেও কারও মুখের হাসি কিন্তু মিলিয়ে যায়নি!
‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রচারেই তাঁরা দু’দিন আগে ডুয়ার্সে রওনা হন। শিলিগুড়িতে হাইভোল্টেজ শো সেরে সোমবার দার্জিলিংয়ে পৌঁছান। দর্শকরা শীত উপেক্ষা করে তাঁদের গান ও রসায়ন উপভোগ করেন। বিশেষ করে পর্যটকরা এই রাতের শোভা মিস করতে চাননি। আর সেখানেই শো শেষে রাত-বিরেতে ম্যালের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন সকলে। তাপমাত্রা তখন ছয়ের নিচে! শেষমেশ এই মধ্যরাত্রির কনকনানি ঠাণ্ডায় হাস্যোজ্জ্বল মুহূর্ত অনুরাগীদের মন মাতিয়ে দেয়, যেন শীতের মধ্যেও বেশ খানিকটা উষ্ণতা ছড়িয়ে পড়ল।
