নদীয়া, ২ মে : দীঘার জগন্নাথ মন্দির দর্শন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোলামেলা আলোচনা করে এখন রাজনৈতিক মহলের চর্চায় বিজেপি নেতা দিলীপ। কে কি বলছেন, তা দিলীপের কোনও পরোয়া নেই। এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুক্রবার জগন্নাথ সরকার বলেছেন, "দিলীপ ঘোষ আমাদের দলের একজন বড় নেতা। কিন্তু তিনি যা করেছেন তা মানুষকে কষ্ট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, পুলিশ বশ্যতা স্বীকার করে চলছে, মমতার নির্দেশে লোকজনকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, পরিবারগুলিকে নির্যাতন করা হয়েছিল, বাড়ি-ঘর লুট করা হয়েছিল এবং দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল (মুর্শিদাবাদে)। এমন সময়ে তার সাথে বৈঠক করা ঠিক ছিল না। তিনি চাইলে কেবল মন্দিরে (দীঘার জগন্নাথ মন্দির) যেতে পারতেন, অথবা হিন্দুদের উপর অত্যাচারের বিষয়ে দাবি জানাতে পারতেন। কিন্তু তিনি যা করেছেন তাতে জনগণ খুবই ক্ষুব্ধ।"