নয়াদিল্লি, ১ মে : ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাম না করে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান ডঃ মুহাম্মদ ইউনূসকে সামাজিক মাধ্যমে তোপ দাগলেন দেশান্তরী লেখিকা তসলিমা নাসরিন।বৃহস্পতিবার তসলিমা লিখেছেন, “শান্তির নোবেল পেয়েছেন। আর তিনি কিনা যুদ্ধ করতে চাইছেন। পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ। ধর্মযুদ্ধ চাইছেন, সেই মধ্যযুগের ক্রুসেড চাইছেন একখানা। ভারতের একটা পারমাণবিক বোমা এঁর মাথায় যদি পড়তো ভালো হতো, কিন্তু মুশকিল হলো, উনি তো একা মরবেন না, কোটি কোটি নিরপরাধ মানুষকে নিয়ে মরবেন।” প্রসঙ্গত, মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।
The Norwegian Nobel Committee,
— taslima nasreen (@taslimanasreen) May 1, 2025
I know that once a Nobel Peace Prize has been awarded, it cannot be taken back. But please consider whether it is possible in exceptional circumstances.
You awarded the Nobel Peace Prize to Muhammad Yunus of Bangladesh. But he has not done a single…