কলকাতা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক দিবসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক ভাই-বোনদের শুভেচ্ছা বার্তা জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, শ্রমিকরাই আমাদের সমাজের স্তম্ভ, দেশের গর্ব। মুখ্যমন্ত্রী জানান, শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা যোজনার পাশাপাশি এমজিএনআরইজিএ কর্মীদের রাজ্যের তরফে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার শ্রমিক ভাইবোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
— Mamata Banerjee (@MamataOfficial) May 1, 2025
আমরা আমাদের শ্রমিকদের নিয়ে গর্বিত।