Game

1 hour ago

AIFF Super Cup 2025: সুপার কাপ ২০২৫, মুম্বই সিটিকে হারিয়ে এফসি গোয়া ফাইনালে উঠল ইস্টবেঙ্গলের সঙ্গে

FC Goa players celebrate with the trophy after winning the Kalinga Super Cup 2025
FC Goa players celebrate with the trophy after winning the Kalinga Super Cup 2025

 

কলকাতা, ৫ ডিসেম্বর  : সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে গোয়া। প্রথম সেমিফাইনাল জিতে সুপার কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেড ৩-১ গোলে হারিয়েছিল পঞ্জাব এফসিকে। ইস্টবেঙ্গলের হয়ে গোল তিনটি করেন রশিদ, সিবলি, ক্রেসপো আর পঞ্জাব এফসির হয়ে গোলটি করেন রামিরেজ।

দ্বিতীয় সেমি-যুদ্ধ জিতে ফাইনালের ছাড়পত্র পেল এফসি গোয়া।মানোলোর দল ২-১ -এ হারাল মুম্বই সিটিকে। তবে ডাগ আউটে ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালে পাচ্ছে না অস্কার ব্রুজোঁকে। সেমিফাইনালে লাল কার্ড দেখেন অস্কার। ফলে ফাইনালে বিনো জর্জের হাতেই থাকতে পারে ইস্টবেঙ্গলের রিমোট। রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে ইস্টবেঙ্গল ও গোয়া মুখেমুখি হবে।

You might also like!