Game

1 hour ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, ৩ ম্যাচ পর জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড

Crystal Palace 1-2 Man Utd
Crystal Palace 1-2 Man Utd

 

ম্যানচেস্টার, ১ ডিসেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার ২-১ গোলে জিতেছে ইউনাইটেড ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। আসরে এই নিয়ে সবশেষ চার ম্যাচে এটি তাদের প্রথম জয়। প্রথমে পিছিয়ে পড়ার পরও ক্রিস্টাল প্যালেসের মাঠে জিতল ইউনাইটেড।

সফল স্পট কিকে প্যালেসকে এগিয়ে দেন জ্যঁ ফিলিপ মাতেতা। বিরতির পর জসুয়া জির্কজি সমতায় ফেরান দলকে। পরে ইউনাইটেডকে জয় এনে দেন ম্যাসন মাউন্ট। ১৩ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে প্যালেস।

১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্সেনাল। আর পরের চারটি স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি (২৫), চেলসি (২৩), সান্ডারল্যান্ড (২২) ও অ্যাস্টন ভিলা (২১)।

You might also like!