Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

3 months ago

Shreya ghoshal: যুদ্ধের আবহে শ্রেয়ার সংবেদনশীল সিদ্ধান্ত, মুম্বই কনসার্ট স্থগিত!

Shreya ghoshal postponed her mumbai concert
Shreya ghoshal postponed her mumbai concert

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি, সীমান্তে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারত কড়া মনোভাব নিয়েছে পাকিস্তানের প্রতি। এই আবহে দেশের সেনাবাহিনীর পাশে দাঁড়াতে বিনোদন দুনিয়ার বহু তারকা এগিয়ে এসেছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন সঙ্গীত জগৎ-র অন্যতম উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া ঘোষাল।  আগামী ১০ মে শনিবার মুম্বইয়ের বিকেসি’র জিও ওয়ার্ল্ড গার্ডেন-এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রেয়ার বহু প্রতীক্ষিত ‘অল হার্টস ট্যুর’ কনসার্ট। কিন্তু দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিকে সম্মান জানিয়ে এবং সেনাজওয়ানদের প্রতি সহমর্মিতা জানিয়ে শ্রেয়া তাঁর কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রসঙ্গে শ্রেয়া ঘোষাল জানান, “ভারাক্রান্ত মনে আপনাদের জানাচ্ছি যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য মুম্বইয়ের ‘অল হার্টস ট্যুর’ কনসার্ট স্থগিত রাখলাম। এই শো আমার কাছে ছিল ‘ঘরে ফেরার’ মতো। এই কনসার্টকে ‘আমার সবকিছু’ বললেও অত্যুক্তি হবে না। একজন শিল্পী তথা একজন নাগরিক হিসেবে এই  সময়ে দেশের পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছি।” প্রসঙ্গত, অরিজিৎ সিংয়ের টিমের তরফ থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ৯ মে অর্থাৎ শুক্রবার আব ধাবিতে অরিজিতের কনসার্ট আপাতত স্থগিত। যুদ্ধের আবহকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। খুব শীঘ্রই ফের কনসার্টের আয়োজন করা হবে। এমনকি ২২শে এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার পর ২৭শে এপ্রিল চেন্নাইয়ে শো হওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। সেই শোও বাতিল করে ছিলেন গায়ক। আর এবার আবু ধাবির শো স্থগিত করলেন অরিজিৎ।

যুদ্ধের আবহে শ্রেয়ার এই মানবিক পদক্ষেপে সে তার অনুরাগী মহলে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই দেশের প্রতি তার দায়বদ্ধতার পরিচয়ও দিয়েছে। বিনোদন জগতে তাঁর এই ভূমিকা এক উদাহরণ হয়ে থাকল, যেখানে একঝাঁক তারকা দেশের প্রয়োজনে নিজেদের অনুষ্ঠানে রাশ টানছেন। বর্তমান পরিস্থিতিতে শুধুই বিনোদন নয়, সমাজের প্রতিটি স্তর থেকে দেশের সেনাবাহিনীর প্রতি সমর্থন জানানো হচ্ছে। শ্রেয়া ঘোষালের মতো তারকার এমন পদক্ষেপ দেশজুড়ে এক ইতিবাচক বার্তা দিচ্ছে— দেশ আগে, বাকিটা পরে।


You might also like!