Country

6 hours ago

president condolence temple collapse tragedy: বিশাখাপত্তনমে দেওয়াল ধসে মৃত্যুর ঘটনায় শোকাহত রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

নয়াদিল্লি, ৩০ এপ্রিল : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সীমাচলমের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের দেওয়াল ধসে মৃত্যু হল ৭ জনের। আহত একাধিক। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দেওয়াল ধসে মহিলা-সহ প্রাণহানির ঘটনায় ‍বেদনাহত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

You might also like!