গুয়াহাটি : আগামী ৭ মে দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচন। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৫ থেকে ৭ মে এবং ১১ মে কামরূপ মেট্রোয় ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
কামরূপ মেট্রো ডিস্ট্ৰিক্ট কমিশনার কর্তৃক জারিকৃত এক আদেশে বলা হয়েছে, ঘোষিত ‘ড্রাই ডে’-র নিষেধাজ্ঞাগুলি আগামী ৫ মে বিকাল ৪:৩০টা থেকে কার্যকর হয়ে ৭ মে বিকাল ৪:৩০টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া আগামী ১১ মে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার পরিপ্রেক্ষিতে ওইদিনও সকাল থেকে রাত পর্যন্ত কামরূপ মেট্রো জেলা ‘ড্রাই ডে’-র অধীনে থাকবে।
আদেশনুসারে, ওই সময়ের মধ্যে সমস্ত মদের দোকান যেমন হোলসেল বন্ডেড গুদাম, আইএমএফএল খুচরা ‘অফ’ এবং ‘অন’ দোকান, ক্লাব ‘অন’ প্রাঙ্গণ, হোটেল ‘অন’ বার, মাইক্রোব্রুয়ারিজ, কম্পোজিট মদের দোকান এবং দেশী মদের দোকানগুলি বন্ধ রাখতে হবে
আদেশে সতর্ক করে বলা হয়েছে, এই বিধিনিষেধাবলি যে বা যাঁরা লঙ্ঘন করবেন, তিনি বা তাঁরা বিদ্যমান সংশ্লিষ্ট আইনের বলে শাস্তি পাবেন।