আসানসোল, ১৩ মে : আসানসোলে ক্লিন সুইপ করবে বিজেপি। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ১০ বছরে যে কাজ করেছেন, তাতে কোনও সন্দেহ নেই ভোটে কারা জিততে চলেছে। আসানসোল-সহ পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মুখ হলেন প্রধানমন্ত্রী মোদী। আসানসোলে ক্লিন সুইপ করবেন এস এস আহলুওয়ালিয়া, বিরোধী কে তাতে কিছু যায় আসে না।"
সোমবার সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪৩ নম্বর বুথে বাবা এবং মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি।