Country

5 hours ago

Eknath Shinde: উন্নয়নের নিরিখে দেশের মধ্যে এক নম্বর শহর হতে চলেছে মুম্বই : একনাথ শিন্ডে

Eknath Shinde
Eknath Shinde

 

মুম্বই, ৪ ফেব্রুয়ারি : উন্নয়নের নিরিখে দেশের মধ্যে এক নম্বর শহর হতে চলেছে মুম্বই। দাবি করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার উপ-মুখ্যমন্ত্রী শিন্ডে বলেছেন, "প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা মুম্বইকে ফিনটেক হাব করে তুলব। এটাই শুরু, সুতরাং, মুম্বই উন্নয়নের দিক থেকে দেশের মধ্যে এক নম্বর শহর হয়ে উঠছে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়।"

কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে একনাথ শিন্ডে বলেছেন, "এই বাজেট সাধারণ নাগরিকদের জন্য। এটি ৭৪,৪২৭ কোটি টাকার বাজেট। এই বাজেট আগের বাজেটের চেয়ে ১৪.১৯ শতাংশ বেশি। এটা ভালো, এটা একটা ভালো লক্ষণ। সুতরাং, মুম্বই দ্রুত বিকাশ করছে। শিক্ষার্থী, মুম্বাইকার, দরিদ্র, মহিলা, উদ্যোক্তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা ও পরিকাঠামো - এই সবের জন্য কাজ করা হয়েছে।" শিন্ডে দাবি করেছেন, আগামী 2 বছরে মুম্বই গর্তমুক্ত হবে।

You might also like!