Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Life Style News

7 months ago

Women's safety footwear: বিপদের বন্ধু ‘স্মার্ট শক স্যু’! নারী নিরাপত্তায় অভিনব আবিষ্কার দশম শ্রেণীর পড়ুয়ার

Smart Shock Shoe
Smart Shock Shoe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। নারীরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতি পদে পদে। গোটা সমাজে বর্তমানে নারী নিরাপত্তা চূড়ান্ত অনিশ্চয়তার সন্মুখীন। তবে নারী সুরক্ষার্থে এবার আবিষ্কার হলো এক অভিনব জুতো। অবাক হচ্ছেন তো? জুতোর মাধ্যমে কীভাবে প্রতিকার করা যাবে সমাজের এই ভয়ঙ্কর অসুস্থতা। 

উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে আপত্তিকর স্পর্শ করলেই বিদ্যুতের ঝটকায় কুপোকাত হবে অপরাধী! হ্যাঁ,ঠিকই দেখছেন, এমনই এক অভিনব জুতো আবিষ্কার করলেন দশম শ্রেণীর এক ছাত্র। এই অবিশ্বাস্য জুতোর কার্যকারিতা এখানেই শেষ নয়, এটি আক্রান্তের অবস্থান তথ্য সহ সতর্কবার্তা পৌঁছে দেবে আক্রান্তের পরিবারে, পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবে পরিবারের সদস্যরা। 

অবিশ্বাস্য জুতোর আবিষ্কারকের নাম ঋত্বিক সাহা, তিনি শান্তিপুর এমএন হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। সে তারে আবিষ্কৃত জুতোর নামকরণ করেছে 'শক স্যু'। সোশ্যাল মিডিয়া এবং চ্যাট জিপিটির মাধ্যমে নানান তথ্য সংগ্রহ করে, বিভিন্ন ভিডিও-র সহায়তায় সে সৃষ্টি করেছে তাঁর এই আবিষ্কার। যা মেয়েদের বিপদের বন্ধু হিসেবে সঙ্গী হবে। ৩ হাজার টাকা খরচ করে মাত্র ১০ দিনে এই স্মার্ট জুতো বানিয়েছে ঋত্বিক। তবে সে একা নয়,  ঋত্বিকের এই কাজে সাহায্য করেছে তার বন্ধুরাও। ঋত্বিকের কথায়, “এই জুতোতে রয়েছে ইলেকট্রিক শক। কোনও মহিলা রাস্তায় খারাপ লোকের হাতে আক্রান্ত হলে জুতোর সাহায্যে প্রাণ বাঁচাতে পারবে। শুধু তাই নয়, জুতোয় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে মেসেজ পাঠাবে। এছাড়াও জুতোয় থাকা জিপিএসের মাধ্যমে লাইভ লোকেশনও জানতে পারবেন পরিবারের সদস্যরা।” 

নারী নিরাপত্তার হাতিয়ার হিসেবে অভিনব শক স্যু -র মতো জুতোর  আবিস্কারে খুশি সমগ্ৰ শান্তিপুরবাসী।  দশম শ্রেণীর পড়ুয়ার এই অভিনব আবিস্কারে গর্বিত তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ পরিবারের সকলেই। ঋত্বিক জানিয়েছে, তার ইচ্ছে বড় হয়ে আরও নতুন, নতুন আবিষ্কার করা।

You might also like!