International

2 years ago

Moulana Masood Azhar : জইশ প্রধান মাসুদ আজহার পাকিস্তানে রয়েছে, পাক অভিযোগ উড়িয়ে জানাল তালিবান

Moulana Masood  Azhar
Moulana Masood Azhar

 

কাবুল, ১৫ সেপ্টেম্বর : জইশ-ই-মহম্মদ সন্ত্রাসী সংগঠনের প্রধান মৌলানা মাসুদ আজহার আফগানিস্তানে নেই বরং পাকিস্তানে রয়েছে। পাকিস্তানের দাবি নস্যাৎ করে জানিয়ে দিল তালিবান। তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বৃহস্পতিবার বলেছেন, ‘‘মাসুদ আজহার আফগানিস্তানের মাটিতে নেই। সে কথা আমরা জানিয়েও দিয়েছি।’’

জঙ্গিগোষ্ঠী প্রধান মাসুদকে খুঁজে বার করে গ্রেফতার করার অনুরোধ জানিয়ে আফগানিস্তানের তালিবান সরকারকে সম্প্রতি চিঠি পাঠিয়েছিল পাকিস্তান। আফগানিস্তানের নঙ্গরহার বা কুনার এলাকায় মাসুদ লুকিয়ে থাকতে পারে জানিয়ে তালিবান সরকারের বিদেশ দফতরকে পাকিস্তানের তরফে ওই চিঠি পাঠানো হয়েছিল। পাক অভিযোগ খারিজ করে তালিবান জানাল, মাসুদ রয়েছে পাকিস্তানেই।


You might also like!