International

5 hours ago

Donald Trump: টিকটককে বাঁচাতে হবে, আমাদের ব্যবসা চিনকে দিতে চাই না : ডোনাল্ড ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ২০ জানুয়ারি : টিকটককে বাঁচাতে হবে, আমাদের ব্যবসা চিনকে দিতে চাই না। জোর দিয়ে বললেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত "মেক আমেরিকা গ্রেট এগেইন" বিজয় সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "দায়িত্ব নেওয়ার আগে, আপনারা এমন ফলাফল দেখতে পাচ্ছেন যা কেউ আশা করেনি। সবাই একে 'ট্রাম্প ইফেক্ট' বলছেন। আজ থেকে টিকটক ফিরে এসেছে, আমি একটু টিকটক জিনিস করেছি।"

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমি একটি টিকটকার ভাড়া করেছি এবং টিকটক-এ গিয়েছিলাম। রিপাবলিকানরা কখনোই তরুণদের ভোট জিতেনি। আমরা তা ৩৬ পয়েন্টে জিতেছি, তাই আমি টিকটক পছন্দ করি। আমাদের টিকটককে বাঁচাতে হবে, কারণ আমাদের অনেক কাজ বাঁচাতে হবে। আমরা আমাদের ব্যবসা চিনকে দিতে চাই না। আমি এই শর্তে টিকটক অনুমোদন করতে রাজি হয়েছি যে, আমেরিকা টিকটক-এর ৫০ শতাংশ মালিক হবে।"

You might also like!