Country

15 hours ago

Sunita William & Butch Wilmore: মাস্কের মহাকাশযান পৌছতেই উচ্ছ্বসিত সুনীতারা,আনন্দিত সুনীতা জানান, এটি‘একটি অসাধারণ দিন’!

Sunita William & Butch Wilmore
Sunita William & Butch Wilmore

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ প্রতীক্ষার অবসান,  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। এই ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। স্পেসএক্সের ক্রিউ-১০-এ মহাকাশে আগত চার নভশ্চর, তাঁদের মধ্যে আছেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। ইতিমধ্যে  তাঁদের সকলের সঙ্গে দেখা করেছেন সুনীতা আর বুচ। সুনীতারা তাঁদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরবেন।

নাসা সুত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী, রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে নেমেছে। সমস্ত প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন হয়েছে এমনটাই জানিয়েছে নাসা।ওই মহাকাশযানের দরজা খুলতে সময় লাগে এক ঘণ্টার বেশি। গত ন’মাস ধরে মহাকাশে আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনবে এই মহাকাশযান। নাসার তরফে সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, মহাকাশযানের দরজা খুলে একে একে বেরিয়ে আসছেন চার মহাকাশচারী। এ পারে তাঁদের জন্য অপেক্ষা করে আছেন সুনীতা, বুচ এবং বাকিরা। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না-থাকায় তাঁরা সকলেই ভাসছেন। ভাসতে ভাসতেই একে অপরকে জড়িয়ে ধরছেন। কেউ কেউ উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠছেন। খুশি ধরা পড়ছে তাঁদের চোখেমুখে।

গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।তবে গত বছর থেকে মহাশূন্যে বন্দি থাকা দুই নভোচরকে ফেরাতে ‘বন্ধু’ মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেন টেসলা কর্তা। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তাঁর সংস্থা স্পেস এক্স। নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘ক্রু-১০ মিশন’। 

অনেক সময়ই মহাকাশ থেকে নানা ভাবে বার্তা দিয়েছেন সুনীতা এবং বুচ। সাংবাদিক বৈঠকও করেছেন।তবে এবার সেই শুভক্ষণ, তাঁদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে সমগ্র বিশ্ব।


You might also like!