দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:কেটিএম (KTM) তাদের জনপ্রিয় নেকেড স্পোর্টস বাইক 390 Duke-এর নতুন ২০২৫ সংস্করণ নিয়ে আসতে চলেছে। সম্প্রতি 2025 KTM 390 Duke-কে ভারতের এক ডিলারশিপ ইয়ার্ডে দেখা গিয়েছে, যা এই আপডেটেড মডেলের কিছু নতুন পরিবর্তনের ইঙ্গিত দেয়। নতুন এই মডেলটিতে নতুন রঙের স্কিম ও আধুনিক ফিচার সংযোজন করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কন্ট্রোল সিস্টেম।
নতুন প্রজন্মের কেটিএম ৩৯০ ডিউক মডেলে একাধিক রংয়ের বিকল্পের সঙ্গে পাওয়া যাবে ক্রুজ কন্ট্রোল ফিচার। এই ক্রুজ কন্ট্রোল শহরাঞ্চলে ভ্রমণকারী রাইডারদের জন্য খুব বেশি তাৎপর্যপূর্ণ না হলেও, যাঁরা প্রায়শই লং ট্রিপে বা অফ-রোডিংয়ে যান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই ফিচার মাইলেজ বাড়াতে পারে, আরও ভালো জ্বালানি দক্ষতা প্রদান করার পাশাপাশি বাইকের নিয়ন্ত্রণ এবং ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে।
বাইকের নতুন মডেলে গান মেটাল ধূসর রংয়ের স্কিম যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। নতুন রঙের স্কিমে ম্যাট ধূসর এবং কালো ও কমলা রঙের কনট্রাস্ট টোনের মিশ্রণ থাকবে। এগুলি ছাড়া নতুন ৩৯০ ডিউকে আর কিছু পরিবর্তন আশা করা হচ্ছে না। পাওয়া যাবে একই ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুলড, DOHC ইঞ্জিন, যা ৪৬ পিএস শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ার।
এছাড়াও, নতুন KTM 390 Duke একাধিক রাইডিং মোড অফার করবে – স্ট্রিট, রেইন এবং ট্র্যাক। দক্ষতা বজায় রাখার জন্য মিলবে ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, কুইকশিফটার এবং সুপার মোটো এবিএস। বাইকটি বর্তমানে প্রারম্ভিক মূল্য প্রায় ২.৯৫ লক্ষ টাকা। নতুন ভার্সন কত দামে লঞ্চ করে কেটিএম সেটাই এখন দেখার।