Country

5 hours ago

Telangana Tunnel: তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৭ জন শ্রমিক, আশা ক্রমেই ফুরিয়ে যাচ্ছে

Telangana Tunnel
Telangana Tunnel

 

হায়দরাবাদ, ১৬ মার্চ : দেখতে দেখতে ২৩-দিন হয়ে গেল, তেলেঙ্গানার ধসে পড়া সুড়ঙ্গে টানা ২৩-দিন ধরে বন্দি ৭ জন শ্রমিক। গত ১০ মার্চ উদ্ধার হয়েছিল একটি দেহ, এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন ৭ জন শ্রমিক। তাঁরা কী অবস্থায় আছেন, কেমন আছেন, তা এখনও জানা যায়নি। সময় যত এগোচ্ছে, ততই আশা ফুরিয়ে আসছে, তবে হাল ছাড়তে নারাজ উদ্ধারকারী দল। এখনও চলছে উদ্ধারকাজ। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি তেলেঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন ৮ জন শ্রমিক। গত ১০ মার্চ একজনের দেহ উদ্ধার হয়, এই মুহূর্তে বাকি ৭ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল নিরন্তর কাজ করে চলেছেন। নানা রকম ভাবে চেষ্টা করা হয়েছে সবাইকে উদ্ধারের জন্য।


You might also like!