Country

2 hours ago

New Zealand PM In India: ভারতে এলেন ক্রিস্টোফার লুক্সন, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Christopher Luxon & Narendra Modi
Christopher Luxon & Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ মার্চ : ভারত সফরে এসেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। রবিবার দুপুরে তিনি দিল্লিতে এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী এস বাঘেল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে থাকছেন মন্ত্রী, উদ্যোগপতি, সংবাদকর্মী। আগামীকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে বৈঠক। ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হবে আলোচনা। আগামীকাল রাইসিনা ডায়লগের দশম সংস্করণে বক্তব্য রাখবেন ক্রিস্টোফার লুক্সন। ১৬-২০ মার্চ ভারতে কর্মসূচি রয়েছে তাঁর।


You might also like!