Game

5 hours ago

UEFA Champions League: বেনফিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা, জয়ের নায়ক রাফিনিয়া

Rafinha
Rafinha

 

বার্সেলোনা , ১২ মার্চ  : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার রাতে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে , দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠল বার্সেলোনা। প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ১-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে এই দিন ঘরের মাঠে বার্সা ৩-১ গোলে জিতেছে। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। বাকি গোলটি করেছেন ইয়ামাল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে কোর্য়াটার ফাইনালে পা রেখেছে হ্যান্সি ফ্লিকের দল।

এই দিকে রাফিনিয়া এদিন দুটি গোল করে একটি রেকর্ডে নাম লেখালেন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন পর্যন্ত কোনও ব্রাজিলিয়ান ১০ গোলের বেশি করতে পারেনি। এদিন বেনফিকার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে গড়েছেন রাফিনিয়া। চলতি মরসুমে এই নিয়ে তাঁর গোল হয়ে গেল ১১টি। সেই সঙ্গে আসরের সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। আর ইউরোপ সেরার প্রতিযোগিতাটির এক আসরে বার্সিলোনার হয়ে তাঁর চেয়ে বেশি গোল করতে পেরেছেন লিওনেল মেসি,২০১১-১২ মরসুমে ১৪ গোল।

You might also like!