Country

3 hours ago

One Bangladeshi Arrested: দিল্লিতে ফের গ্রেফতার বাংলাদেশি

One bangladeshi arrested (Symbolic picture)
One bangladeshi arrested (Symbolic picture)

 

নয়াদিল্লি, ১৬ মার্চ : রাজধানী দিল্লিতে আবারও গ্রেফতার বাংলাদেশি নাগরিক। দিল্লির আর কে পুরম থানা এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রবিবার দিল্লি পুলিশ জানিয়েছে, আর কে পুরম থানার একটি টিম দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ধৃতের নাম - আফাজউদ্দিন গাজী (৪০)। তিনি বাংলাদেশের ঢাকা জেলার মুন্সিগঞ্জ থানার সাইগুরা গ্রামের বাসিন্দা।


You might also like!