Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Tripura

7 months ago

Ratan Lal Nath: কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বর্তমান ত্রিপুরা সরকার কাজ করছে,কৃষিমন্ত্রী

Ratan Lal Nath
Ratan Lal Nath

 

উদয়পুর (ত্রিপুরা), ১৬ মার্চ  : ত্রিপুরায় কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করে চলছে। রবিবার গোমতী জেলার উদয়পুর মহকুমার আঠারভোলা এডিসি এলাকায় গ্রামীন মার্কেট স্টলের ভিত্তি প্রস্তর স্থাপন করতে গিয়ে একথা বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। কৃষিমন্ত্রী আরও বলেন, গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের যাতে খোলা আকাশের নিচে রাস্তার পাশে বসে ব্যবসা করতে না হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করে চলছে। রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে চলছে। একটা সময় ছিল কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষি কাজ করতে পারত না। আর বর্তমান সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ যেমন করছে তেমনি কৃষকদের আয় আরো বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষি যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখে না। গত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা আগে দেখত। বর্তমান বিজেপি পরিচালিত সরকার জাত,ধর্ম, বর্ণ কোন কিছু বিচার না করে সত্যিকারের কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক সবকিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কৃষি দপ্তরের আধিকারিকরা।

You might also like!