উদয়পুর (ত্রিপুরা), ১৬ মার্চ : ত্রিপুরায় কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করে চলছে। রবিবার গোমতী জেলার উদয়পুর মহকুমার আঠারভোলা এডিসি এলাকায় গ্রামীন মার্কেট স্টলের ভিত্তি প্রস্তর স্থাপন করতে গিয়ে একথা বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। কৃষিমন্ত্রী আরও বলেন, গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের যাতে খোলা আকাশের নিচে রাস্তার পাশে বসে ব্যবসা করতে না হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করে চলছে। রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে চলছে। একটা সময় ছিল কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষি কাজ করতে পারত না। আর বর্তমান সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ যেমন করছে তেমনি কৃষকদের আয় আরো বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষি যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখে না। গত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা আগে দেখত। বর্তমান বিজেপি পরিচালিত সরকার জাত,ধর্ম, বর্ণ কোন কিছু বিচার না করে সত্যিকারের কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক সবকিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কৃষি দপ্তরের আধিকারিকরা।