
আগরতলা, ২৪ অক্টোবর : বৃহস্পতিবার ত্রিপুরা বনধ-জনিত হামলায় আহতদের দেখতে জিবিপি হাসপাতালে গেলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। ‘সিভিল সোসাইটি অফ ত্রিপুরা’-এর ডাকা বনধ চলাকালীন রাজ্যের একাধিক স্থানে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তার জেরে শুক্রবার আগরতলার জিবিপি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা। ধলাই জেলার শান্তিরবাজার এলাকায় সালেমার বিডিও, এক ইঞ্জিনিয়ার, এসডিপিও ও নিরীহ বাসিন্দাদের উপর নৃশংস হামলার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন এবং চিকিৎসা পরিষেবার মান ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
রাজীব ভট্টাচার্য এই জঘন্য ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ রাজ্যকে অস্থির করার এই ধরনের অপচেষ্টাকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত আরোগ্যের কামনা করেন এবং তাঁদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দেন। এদিকে, কমলপুর মহকুমার শান্তিরবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর বলে জানানো হয়েছে। বনধকে ঘিরে রাজ্যের বিভিন্ন সংবেদনশীল এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
