Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Tripura

2 months ago

‘Quit India’ movement: 'ভারত ছাড়ো' আন্দোলন দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

Congress observed ‘Quit India’ movement day
Congress observed ‘Quit India’ movement day

 

আগরতলা (ত্রিপুরা), ৯ আগস্ট : শনিবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে 'ভারত ছাড়ো' আন্দোলন দিবস পালন করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী সকল বীর শহীদদের প্রতি প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি, এদিন যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও উদযাপন করা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আজ ৯ আগস্ট একটি ঐতিহাসিক দিন। আজ প্রদেশ কংগ্রেস ভবনে 'ভারত ছাড়ো' আন্দোলন দিবস পালিত হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী সকল বীর শহীদদের প্রতি প্রদেশ নেতৃত্ব বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের অবদানেই ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু দেখা গিয়েছে বর্তমানে স্বাধীন ভারতে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদিন তিনি আরও বলেন, বর্তমানে ভারতবর্ষে উন্নতির নামে দূর্নীতি ছড়িয়ে পড়েছে। কয়েকবছর ধরে এক অপশক্তি গোটা দেশ পরিচালনা করছে। এই অপশক্তির বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে।

You might also like!