দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রিয়েলমি তাদের NARZO 70 Turbo 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি অফার সহ মাত্র 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 7300 এনার্জি চিপসেট, দুর্দান্ত 26GB পর্যন্ত RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ 5G সাপোর্ট রয়েছে। আসুন অফারে এটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনটি তিনটি মডেলে এসেছে। এগুলি হল ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। মডেলগুলি এখন সরাসরি ১৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাচ্ছে।
এরফলে এর ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ১৯,৯৯৯ টাকার পরিবর্তে ১৬,৯৯৯ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত আছে। আবার এর সাথে ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। আবার ব্যাঙ্ক অফ বরোদা ও ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। অন্যান্য ব্যাঙ্ক কার্ডেও অফার আছে।
Realme NARZO 70 Turbo 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮০x২৪০০ পিক্সেলের রেজোলিউশনের ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ২০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিন আছে।ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।