Country

3 hours ago

Rekha Gupta: বর্ষাকালে দিল্লিতে যাতে জল না জমে তা নিশ্চিত করতে হবে,রেখা গুপ্তা

Rekha Gupta
Rekha Gupta

 

নয়াদিল্লি, ১৬ মার্চ : দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও পূর্ত দফতরের মন্ত্রী পরভেশ বর্মা রবিবার বাড়াপুল্লা সেতুতে যমুনা নদীর দিকে বাড়াপুল্লা নর্দমা পরিদর্শন করেছেন। এই নর্দমা পরিদর্শন করার পর পূর্বতন আম আদমি পার্টির সরকারের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একইসঙ্গে তিনি বলেছেন, বৃষ্টির সময় দিল্লিতে যাতে জল না জমে তা নিশ্চিত করতে হবে।

এএপি-র তীব্র সমালোচনা করে রেখা গুপ্তা বলেছেন, এই ড্রেনগুলি পূর্ববর্তী সরকারগুলি কখনোই গুরুত্বের সঙ্গে নেয়নি। ড্রেনগুলি কখনোই পরিষ্কার করা হয়নি। কোন সংস্থা এগুলি পরিষ্কার করবে সে বিষয়ে সংস্থাগুলির মধ্যে কোনও স্পষ্টতা ছিল না। আমরা সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগকে পলি অপসারণের দায়িত্ব দিয়েছি। বর্ষাকালে যাতে জল না জমে তা আমাদের নিশ্চিত করতে হবে। কাজটি যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে, আমরা বিধায়কদের কাছে লিখিতভাবে ড্রেন, পয়ঃনিষ্কাশনের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করব।"


You might also like!