আউশগ্রাম, ১৬ মার্চ : পূর্ব বর্ধমানের আউশগ্রামের গড়কেল্লার আদুরিয়া জঙ্গলের কয়েক একর এলাকা আগুনের গ্রাসে। ময়ূর, বুনো খরগোশ, শিয়ালের মতো বন্যপ্রাণের আবাসস্থল এই বনভূমিতে আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে আকুলিয়া গ্রামের আশপাশের জঙ্গল, কালিকাপুর, হেদগড়ার অরণ্য। স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গল তিন-চার দিন ধরে জ্বলছে। আকুলিয়া, কালিকাপুর, হেদগড়া ও তার সংলগ্ন এলাকার জঙ্গল আগুনে দগ্ধ হয়েছে। দহনে জঙ্গলে থাকা প্রাণী ও পাখিদের মৃত্যুর আশঙ্কা দেখা দেওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসীরা। তাঁরা চাইছেন জঙ্গল বাঁচাতে অবিলম্বে আগুন নিয়ন্ত্রণে আনার সদর্থক পদক্ষেপ নিক বনদফতর।