Country

2 hours ago

Bilaspur : বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২

Death toll rises to 11 in Chhattisgarh's Bilaspur train accident
Death toll rises to 11 in Chhattisgarh's Bilaspur train accident

 

বিলাসপুর, ৫ নভেম্বর : বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে। সূত্রের খবর, বুধবার সকাল পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত একাধিক, তাঁদের অনেকেই আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিলাসপুর স্টেশনের কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা। রেলের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় যাত্রীবাহী ট্রেনটির (ডেমু) লাল সিগন্যাল অমান্য করার কারণে।

রেলওয়ে বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিলাসপুর থেকে করবার গেভরা যাচ্ছিল ওই ডেমু ট্রেনটি। মাঝপথেই গাতোরা ও বিলাসপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় সেটি একটি মালগাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে ধাক্কার তীব্র অভিঘাতের ফলে যাত্রীবাহী কামরাগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

You might also like!