Entertainment

2 hours ago

Madhuri Dixit: দেবী! মাধুরী দীক্ষিতের জন্য দীর্ঘ অপেক্ষা? কানাডার ইভেন্টে তার দেরিতে পৌঁছনোর কারণ জানালেন আয়োজক কমিটি।

Madhuri Dixit
Madhuri Dixit

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাধুরী দীক্ষিতের কানাডার শো বর্তমানে বিতর্কের কেন্দ্রে। প্রথম শো-তেই তিন ঘণ্টা দেরিতে পৌঁছনোর কারণে অভিনেত্রীকে মারাত্মক কটাক্ষের শিকার হতে হচ্ছে। শুধু তাই নয়, 'ধক ধক গার্ল'-এর এই কানাডা কনসার্ট বয়কটের দাবিও উঠেছে।পাশাপাশি, অনুষ্ঠানের উদ্যোক্তারাও কাঠগড়ায় উঠেছিলেন, তাঁদের বিরুদ্ধে চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়। অবশেষে এই পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কনসার্টের আয়োজক কমিটি।

আয়োজকদের তরফে দাবি, মাধুরীকে তাঁর টিমের তরফে ভুল সময় জানানো হয়েছে। তারই ফলস্বরূপ তিন ঘণ্টা দেরিতে পৌঁছেছেন নায়িকা। ওই শোয়ের বহু দর্শক এমনও অভিযোগ তোলেন যে, তাঁরা লাইভ কনসার্ট দেখতে গিয়েছিলেন। কিন্তু তা আর কনসার্ট থাকেনি। টক শো হয়ে উঠেছিল। আয়োজকদের তরফে জানানো আরও জানানো হয়েছে, রাত সাড়ে আটটায় মঞ্চে মাধুরীর সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ছিল। তারপর ছিল তাঁর অনুষ্ঠান। কিন্তু তাঁর দেরি করে আসার ফলে সমস্ত অনুষ্ঠানটাই ঘেঁটে যায়। অধৈর্য হয়ে পড়েন দর্শকও। যা নিয়ন্ত্রণে আনা রীতিমতো অসাধ্য ছিল আয়োজকদের। তাঁদের আরও দাবি নায়িকার মঞ্চে ওঠার সময় তাঁর টিমের তরফে সঠিকভাবে না জানানোর ফলেই এমনটা ঘটেছে।

বয়স ষাটের দোরগোড়ায় হলেও আজও কোনও মঞ্চে উঠলে দ্যুতি ছড়ান মাধুরী দীক্ষিত। যার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখলেই তোলপাড় হয় আট থেকে আশির হৃদয়। রেখা পরবর্তী অধ্যায়ে যিনি সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তায় অনায়াসে ‘এভারগ্রিন’ তকমা অর্জন করেছেন, সেই নায়িকাকে নিয়ে দেশের গণ্ডি পেরিয়েও উন্মাদনার অন্ত নেই। মাধুরীর কানাডার শো ঘিরেও এহেন উন্মাদনার পারদ চড়েছিল। কিন্তু মাধুরীর দেরিতে আসার ফলে ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকের মধ্যে। অনেকেই নেটপাড়ায় এর প্রতিবাদে সোচ্চার হয়ে বলেন, ‘সময় আর টাকা দু’টোই নষ্ট হয়েছে এই শোতে গিয়ে।

You might also like!