Game

2 hours ago

Leander Adrian Paes: বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লিয়েন্ডার পেজ

Leander Adrian Paes
Leander Adrian Paes

 

কলকাতা, ৯ নভেম্বর : ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ শনিবার আনুষ্ঠানিকভাবে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি হিরণ্ময় চ্যাটার্জির স্থলাভিষিক্ত হয়েছেন । বার্ষিক সাধারণ সভার পর তিনি এই পদে আসীন হলেন। পেসের নেতৃত্বে, পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃত্বদানকারী দুই আইকনকে গর্বিত করেছে - প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গত মাসে ছয় বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে ফিরে এসেছেন । গত মাসে সর্বসম্মতিক্রমে পুরুষ এবং মিশ্র দ্বৈতে ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে বিটিএ প্রধান হিসেবে প্রস্তাব করা হয়েছিল। অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পেস বাংলার টেনিসকে "আরও উচ্চতায়" নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আবেগপ্রবণ পেস বলেন, "তার যাত্রা শুরু হয়েছিল একই অ্যাসোসিয়েশনে যেখানে তিনি জুনিয়র হিসেবে খেলে বড় হয়েছিলেন।"

You might also like!