Game

1 hour ago

Hong Kong Sixes : ভারতকে হারানো কুয়েত পাকিস্তানকে নিয়ে কোয়ার্টার ফাইনালে

Hong Kong Sixes (symbolic picture)
Hong Kong Sixes (symbolic picture)

 

হংকং, ৮ নভেম্বর : মংককে শনিবার রবিন উথাপা, দিনেশ কার্তিক ও স্টুয়ার্ট বিনিদের ভারতকে ২৭ রানে হারিয়েছে কুয়েত। নিজেরা ১০৬ রান করে ভারতকে অলআউট করে দিয়েছে ৭৯ রানে। দুদলেরই এটা ছিল দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই জয়ে ভারতের সমান ২ পয়েন্ট হলেও কুয়েত রানরেটে এগিয়ে থেকে শেষ আটে গেছে। ভারতের চেয়ে ভালো রানরেট করে পাকিস্তানও শেষ আটে গেছে। কুয়েতের জয়ে নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনালের ৮ দল। পুল ‘এ’ থেকে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা, ‘বি’ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, ‘সি’ থেকে কুয়েত ও পাকিস্তান ও ‘ডি’ থেকে বাংলাদেশ ও হংকং টিকিট কেটেছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার, পাকিস্তান দক্ষিণ আফ্রিকার, হংকং ইংল্যান্ডের ও কুয়েত আফগানিস্তানের মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই গড়াবে আজ।

You might also like!