
গুয়াহাটি, ৮ নভেম্বর : ভারতীয় রাজনীতির অন্যতম প্রথমসারির ব্যক্তিত্ব তথা বিজেপির প্রবীণ নেতা ভারতরত্ন লালকৃষ্ণ আডবাণীকে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে বিজেপির প্রবীণ নেতাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা লিখেছেন, ‘আডবাণী-জি আমাদের সকলের পথপ্ৰদৰ্শক এবং প্ৰেরণার। অক্লান্ত পরিশ্ৰম এবং উৎকৃষ্ট সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি ভারতীয় জনতা পাৰ্টিকে নতুন শিখরে নিয়ে গেছেন। তিনি সর্বদা দলীয় কার্যকর্তাদের অনুপ্ৰাণিত করে আসছেন।’ ড. শৰ্মা লিখেছেন, ‘আডবাণী-জির অবদান, দলের প্ৰতিষ্ঠা থেকে জনসেবার মাধ্যমে সরকার গঠন পর্যন্ত অতুলনীয় এবং অবিস্মরণীয়। আডবাণী-জির দীৰ্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য মা কামাখ্যা এবং মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের শ্রীচরণে প্ৰাৰ্থনা জানাই।’
