Country

3 hours ago

SIR:ভোটার তালিকা সংশোধনে কাদের দিতে হবে না কোনও কাগজপত্র? স্পষ্ট জানাল কমিশন

Gyanesh Kumar
Gyanesh Kumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বিহারের পর এবার বাংলা-সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সোমবার রাত ১২টার পর থেকেই চালু হচ্ছে এই প্রক্রিয়া। তবে সবার জন্য নয়—কিছু ক্ষেত্রে নথি জমার প্রয়োজন হবে না বলেই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

সোমবার নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে দেশের ১২ রাজ্যে চালু হচ্ছে এসআইআর। যেগুলি হল, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন। সেই ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে। তবে ২০০৩ সালের সূচিতে যাঁদের নাম রয়েছে তাঁদের কোনও কাগজ দিতে হবে না। কারও নিজের নাম না থাকলেও যদি বাবা-মায়ের নাম থাকে তাহলেও কাগজ জমা দিতে হবে না। সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই ভোটাররা শুধুমাত্র ফর্ম ফিলআপ করে দিলেই হবে।

নির্বাচন কমিশনার এদিন বলেন, “বিএলওরা বর্তমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর, যাদের নাম এনুমারেশন ফর্মে থাকবে তাঁরা সকলেই ২০০৩ সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি তালিকায় নাম থাকে, তাহলে তাদের কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই।” তিনি আরও বলেন, যদি ভোটারদের নাম ২০০৩ সালের তালিকায় না থাকে তাহলে তাহলে তাঁদের নিজের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে ২০০৩ সালের তালিকায়। যদি তাদের বাবা-মায়ের নাম ২০০৩ সালের তালিকায় থাকে সেক্ষেত্রেও তাদেরকে কোনও অতিরিক্ত নথি জমা দিতে হবে না।

কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে এনুমেরেশন ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষনের কাজ শুরু হবে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে তা জানাতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

You might also like!