
পাটনা, ২৯ অক্টোবর : বিহারের জনগণকে একের পর এক প্রতিশ্রুতি দিয়েই চলেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। পিছিয়ে নেই লালু প্রসাদ যাদবের ওপর ছেলে তথা তেজস্বীর ভাই তেজপ্রতাপি যাদব। বুধবার তেজস্বী বলেন, "গতকাল আমরা যে ঘোষণাগুলি করেছি তা আমাদের অঙ্গীকার। আমরা একসঙ্গে তা পূরণ করব। আমরা কিছু বড় ঘোষণাও করেছি। আমরা পুরাতন পেনশন প্রকল্প বাস্তবায়নের জন্যও কাজ করব। বিশেষ করে সাংবাদিকদের জন্য, বিভাগভিত্তিক প্রেস ক্লাব স্থাপন করা হবে। এর পরে, আমরা সাংবাদিক হোস্টেল তৈরির জন্য কাজ করব। সকল সরকারি কর্মচারীর বদলি এবং পদায়নের বিষয়ে, তাঁরা পুলিশ, নার্স বা শিক্ষক যাই হোক না কেন, আমরা নিশ্চিত করব যে তাদের ৭০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বদলি এবং পদায়ন করা হবে। এই ১৭, ১৮ মাসে আমরা যে পরিমাণ কাজ করেছি তা গিরিরাজ সিং নিজের জীবদ্দশায় করেননি।"
অন্যদিকে, জনশক্তি জনতা দলের প্রধান তেজ প্রতাপ যাদব বলেন, "আমাদের জনশক্তি জনতা দলের সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিবাসন বন্ধের কাজ করব। আমরা বিহারকে বেকারমুক্ত করব। আমি যেখানেই যাব, সেখানেই জনশক্তি জনতা দলের ঢেউ আসবে।"
