Game

2 hours ago

FIFA announces first ‘Peace Prize’: ওয়াশিংটনে বিশ্বকাপের ড্রতে নতুন শান্তি পুরস্কার ঘোষণা করেছে ফিফা

FIFA announces first ‘Peace Prize’ ahead of World Cup draw
FIFA announces first ‘Peace Prize’ ahead of World Cup draw

 

জুরিখ, ৬ নভেম্বর  : ফিফা একটি শান্তি পুরষ্কার তৈরির ঘোষণা করেছে, যা তারা ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপের ড্রতে প্রদানের পরিকল্পনা করছে। বুধবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফিফা শান্তি পুরস্কার নামে পরিচিত এই পুরস্কার "শান্তির জন্য ব্যতিক্রমী পদক্ষেপের স্বীকৃতি দেবে"। "ক্রমবর্ধমান অস্থির ও বিভক্ত বিশ্বে, যারা সংঘাতের অবসান ঘটাতে এবং শান্তির চেতনায় মানুষকে একত্রিত করতে কঠোর পরিশ্রম করেন তাঁদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া মৌলিক," ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেছেন। ফিফা জানিয়েছে যে এই বছর ইনফ্যান্টিনো যে পুরষ্কারটি প্রদান করবেন, তা প্রতি বছর "বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে" প্রদান করা হবে।

You might also like!