Country

18 hours ago

JDU's Anant Singh Arrested: নির্বাচনমুখী বিহারে গ্রেফতার জেডিইউ প্রার্থী অনন্ত সিং

JD(U) candidate from Mokama Anant Kumar Singh
JD(U) candidate from Mokama Anant Kumar Singh

 

পাটনা, ২ নভেম্বর : বিহারে বিধানসভা নির্বাচনের মুখে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির সমর্থককে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার গভীর রাতে গ্রেফতার করা হল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রার্থী অনন্ত সিংকে। রবিবার পুলিশ জানায়, বৃহস্পতিবার জন সুরজ পার্টির প্রার্থী প্রিয়দর্শী পীযূষের হয়ে মোকামায় প্রচার করছিলেন দুলারচাঁদ যাদব। সেই সময়েই গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।

পুলিশ জানায়, ঘটনায় অনন্তের পাশাপাশি তাঁর দুই সহযোগী মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রামকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় প্রাক্তন গ্যাংস্টার হিসেবে পরিচিত দুলারচাঁদ যাদব আগে আরজেডি-র সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে প্রশান্ত কিশোরের দলকে সমর্থন করছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোকামার দুই প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল সভা চলাকালীন। সেই সময়ই এই ঘটনা ঘটে। দুলারচাঁদের মৃত্যুর সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন অনন্ত সিং।

You might also like!