দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:খালিস্তানি জঙ্গি সংগঠনের নিশানায় এবার জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু এক বিবৃতিতে হুমকি দিয়েছেন—আসন্ন ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় নির্ধারিত দিলজিতের কনসার্ট কোনওভাবেই হতে দেওয়া হবে না। সংগঠনের দাবি, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর এক পর্বে দিলজিৎ অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন, আর সেটিই নাকি তাদের ক্ষোভের কারণ।ঘটনাটি প্রকাশ্যে আসতেই তোলপাড় বিনোদন জগৎ। দিলজিতের অনুরাগীরা যেমন উদ্বিগ্ন, তেমনই প্রশ্ন উঠছে—একটি সাধারণ শ্রদ্ধা প্রদর্শনের জন্য এমন চরম প্রতিক্রিয়া কেন?
দিনকয়েক আগেই ‘কেবিসি’-তে অংশ নিয়েছিলেন দিলজিৎ। যে এপিসোডের কিছু ঝলক প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে অমিতাভের পা স্পর্শ করে প্রণাম করছেন দিলজিৎ। যা দেখে এসএফজে-র দাবি, দিলজিৎ ১৯৮৪-র শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করেছেন। প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মৃত্যু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তার ঠিক পরেই অর্থাৎ ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল শিখবিরোধী হিংসা। সেই সময়ে দিল্লিতে মৃত্যু হয়েছিল শিখ সম্প্রদায়ের বহু মানুষের।
সংগঠনের দাবি, ১৯৮৪ সালের ঘটনায় অমিতাভের মুখে ‘রক্তের বদলে রক্ত’ কথাটি একেবারেই ভালো চোখে দেখেননি কেউ। একটি বিবৃতিতে সংগঠনের তরফে জানানো হয়, অভিনেতার এই মন্তব্যের পরে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল সারা ভারতজুড়ে। ফলে অভিনেতা গণহত্যার স্লোগান দিয়েছিলেন বলে মনে করেছিল শিখ সম্প্রদায়। তাই তাঁর পা ছুঁয়ে প্রণাম মানে নিহত পুরুষ, মহিলা এবং শিশুদের অসম্মান বলে দাবি সংগঠনের।
অমিতাভের সঙ্গে দিলজিতের এই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা একেবারেই ভালো চোখে দেখেনি সংগঠন। ফলে দিলজিতের কনসার্ট বয়কটের দাবি জানিয়েছে তারা। এমনকী বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাপী শিখ গোষ্ঠী এবং শিল্পীদের দিলজিতের কনসার্টে যোগদান করা উচিত নয়। এখানেই থামেননি তারা। ১ নভেম্বর অনুষ্ঠানস্থলের বাইরে একটি সমাবেশেরও ঘোষণা করেছে। প্রসঙ্গত, ১ নভেম্বর দিনটিকে শিখ গণহত্যা স্মৃতি দিবস হিসেবে পালন করে।
