
নয়াদিল্লি, ১ নভেম্বর : দেশের ৭টি রাজ্য ও দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং পুদুচেরির প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু।
শনিবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, "অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং পুদুচেরির জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা! এই প্রতিটি অঞ্চল ভারতের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি উন্নয়নের যাত্রায় নতুন মাইলফলক অর্জন করতে থাকুক। আমি অব্যাহত সমৃদ্ধি এবং কল্যাণের জন্য আমার শুভেচ্ছা জানাই।"
Warm greetings to the people of Andhra Pradesh, Chhattisgarh, Haryana, Karnataka, Kerala, Lakshadweep, Madhya Pradesh, Punjab, and Puducherry on their Formation Day! Each of these regions has made remarkable contributions to India’s progress. May these states and Union…
— President of India (@rashtrapatibhvn) November 1, 2025
