kolkata

2 hours ago

Mamata Banerjee: ছটপুজোয় সতর্ক মমতা, বললেন—‘গুজবে নয়, বিশ্বাস রাখুন, শান্তিতে পুজো করুন’

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: “গুজবে কান নয়, বিশ্বাস রাখুন”—ছটপুজোর উদ্বোধনে এমনই আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গঙ্গার ঘাটে লক্ষাধিক মানুষের সমাগমের আগে কুম্ভের অভিজ্ঞতা টেনে মুখ্যমন্ত্রী জানালেন, এবার ছটেও সতর্কতা ও শৃঙ্খলাতেই জোর দিক প্রশাসন ও মানুষ।

এদিন প্রথমে তক্তাঘাটে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে পায়ে হেঁটে দইঘাটে পৌঁছন। সেখান থেকে হিন্দিভাষী ভাই-বোনদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি মানুষকে সতর্ক থাকার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”ভয়ে থাকি যাতে কোনওভাবে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি না হয়।” বিশেষ করে যারা গঙ্গায় যাচ্ছেন তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর প্রার্থনা তাঁরা যাতে আসতে আসতে যান এবং আসতে আসতেই ফিরে আসেন। একসঙ্গে বহু মানুষ যাতে গঙ্গায় না নামেন সেই আবেদনও রাখেন। এক্ষেত্রে নিরাপত্তায় থাকা কর্মী এবং আধিকারিকদের বিশেষ নজর রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ”একটা দল ফিরে আসার পর যাতে পরের আরেকটা দল যায় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।”

শুধু তাই নয়, সাধারণ মানুষকে কোনও গুজবে কান না দেওয়ার কথা বলেন প্রশাসনিক প্রধান। বলেন, ”কেউ যদি চিৎকার করে বলেন অন্য জায়গায় গণ্ডগোল হচ্ছে, তাতে কান না দেবেন না। এক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশে কুম্ভে স্নান করতে যাওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়। যা নিয়ে যোগী সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার ব্যবস্থার কথা স্মরণ করিয়ে যোগী সরকারের অব্যবস্থার কথা তুলে ধরে শাসকদল। ছটপুজোয় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে কার্যত সেদিকে তাকিয়ে এদিন মুখ্যমন্ত্রীর এহেন সতর্কবার্তা বলেই মনে করা হচ্ছে।


You might also like!