Game

6 hours ago

Tottenham 2-2 Manchester United: শেষ মুহূর্তের গোলে হার এড়াল ইউনাইটেড

Tottenham Hotspur vs Manchester United 2-2; Premier League
Tottenham Hotspur vs Manchester United 2-2; Premier League

 

ম্যানচেস্টার, ৯ নভেম্বর : টটেনহ্যামের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। হারের শঙ্কা এড়িয়ে লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত রইল অ্যামুরির দল। ব্রায়ান এমবুমোর গোলে প্রথমার্ধে ইউনাইটেড এগিয়ে যায়। শেষ দিকে মাথিয়াস সমতা টানার পর রিশার্লিসনের গোলে এগিয়েও যায় স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে ডি লিখটের নৈপুণ্যে হতাশা এড়াতে পারে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টটেনহ্যামের বিপক্ষে আগের চার ম্যাচের প্রতিটিতেই হেরেছিল ইউনাইটেড। এবারও সেই শঙ্কায় পড়েছিল তারা। ১১ রাউন্ডে দুটি দলই পাঁচটি করে ম্যাচ জিতেছে এবং তিনটি করে ড্র করেছে। সমান ১৮ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে তৃতীয় স্থানে আর ইউনাইটেড সপ্তম স্থানে।

You might also like!