
কলকাতা, ২৮ অক্টোবর : মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে বদলে যাবে আবহাওয়া। টানা শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামেও। দোসর হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধবার বৃষ্টি বাড়বে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে।
