
কলকাতা, ২৯ অক্টোবর : মঙ্গলবার রঞ্জি ম্যাচে গুজরাটকে ১৮৫ রানে গুটিয়ে বাংলার ১৪১ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামি। দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ৩৮ রানে ৫ উইকেট ও প্রথম ইনিংসে ৩ উইকেট সহ মোট ৮ উইকেট শিকার করেন তিনি। এর আগে উত্তরখন্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭ উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচের’ স্বীকৃতি। দুটি ম্যাচই হয়েছে কলকাতার ইডেন গার্ডন্সে। এর ফলে রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডে ১৫ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দাবিও জোরাল করলেন ভারতের অভিজ্ঞ এই পেসার।
২ ম্যাচে ১০.৪৬ গড়ে ১৫ উইকেট নিয়ে রঞ্জিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শামি আছেন তিন নম্বরে। তার ওপরে থাকা দুজন পেয়েছেন যথাক্রমে ১৬ ও ১৭ উইকেট।আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে ফেরার দরজায় শামির কড়া নাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই পারফরম্যানস। সব শেষ টেস্ট তিনি খেলেছেন ২০২৩ সালের জুনে, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
