কলকাতা, ২০ অক্টোবর, : এই বছর কলকাতার ৪৮টি মণ্ডপে কালী প্রতিমার যাবতীয় গয়না রক্ষার দায়িত্ব কলকাতা পুলিশেরই। রাইফেলধারী পুলিশকর্মী ও আধিকারিকরা গয়না সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। কালীপুজোয় অনেক বাড়িতেই কালী প্রতিমাকে সাজিয়ে তোলা হয় সোনা ও রুপোর গয়নায়। কিন্তু কলকাতার কিছু বারোয়ারি পুজোয় কালী প্রতিমা সুসজ্জিত হয়ে ওঠেন সোনা ও রুপোর গয়নায়। অনেক জায়গায় কালী প্রতিমায় কম পরিমাণ গয়না থাকলে পুজো উদ্যোক্তারা নিজেরাই নিরাপত্তারক্ষীদের নিয়োগ করে গয়না সুরক্ষিত রাখার ব্যবস্থা করেন।
এই ৪৮টি মণ্ডপে গয়নার পরিমাণ বেশি। তাই পুজো উদ্যোক্তারাই গয়নার পরিমাণ উল্লেখ করে পুলিশের কাছ থেকে সুরক্ষার জন্য সাহায্য চান। সেই আবেদনে সাড়া দিয়ে সোমবার থেকেই মণ্ডপগুলিতে বসছে পুলিশের পাহারা। কালীপুজোর শুরু থেকে বিসর্জনের সময় যতক্ষণ না গয়না খুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ মণ্ডপগুলিতে ক্রমাগত তিনটি শিফটে নিরাপত্তার দায়িত্ব নেবেন দু’জন করে রাইফেলধারী কনস্টেবল। তাঁদের মধ্যে কয়েকজন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীরও। অনেকেই নিজেদের তরফ থেকে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করছেন। বাড়তি নিরাপত্তার জন্য মণ্ডপে অনেকেই বসাচ্ছেন ফটক।