kolkata

2 hours ago

Vidyasagar Setu Fire: দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন, ছড়ালো আতঙ্ক!

Vidyasagar Setu Fire
Vidyasagar Setu Fire

 

কলকাতা, ২২ অক্টোবর : চলন্ত বাসে আগুন লেগে আতঙ্ক ছড়ালো দ্বিতীয় হুগলি সেতুতে। বুধবার সকাল সোয়া সাতটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে একটি বেসরকারি বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেস্টিংস থানার পুলিশ। তবে বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রী এবং চালক-সহ সবাই বাস থেকে নেমে পড়েন। ফলে কেউ আহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। প্রায় ৩৫ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন। এর ফলে কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাসটি।

You might also like!