Game

2 hours ago

Women’s Cricket World Cup: মহিলা বিশ্বকাপ, সেমিফাইনালে আহত প্রতীকা রাওয়ালের পরিবর্তে শেফালি ভার্মা

Shafali Verma
Shafali Verma

 

কলকাতা, ২৮ অক্টোবর : ৩০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল। সেই সেমিফাইনালে ভারত আহত ওপেনার প্রতীকা রাওয়ালের পরিবর্তে আরও অভিজ্ঞ খেলোয়াড় শেফালিকে পেল। প্রতীকা রাওয়ালের বদলি হিসেবে শেফালি ভার্মাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য ভারত যে অনুরোধ করেছিল সোমবার তা অনুমোদন করেছে আইসিসি।

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় গোড়ালি এবং হাঁটুর ইনজুরির পর প্রতীকা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন। বৃষ্টিতে ভেস্তে যাওয়া বাংলাদেশের খেলায় স্মৃতি মান্ধনার সঙ্গে ইনিংস শুরু করার জন্য ভারত অমনজোত কৌরকে পাঠালে প্রতীকা ব্যাট করতে নামেননি। সোমবারই খবর আসে যে প্রতীকা রাওয়াল চোটের কারণে টুর্নামেন্টের বাইরে। শেফালি শেষবার ভারতের হয়ে ২০২৪ সালের অক্টোবরে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

You might also like!