Breaking News

 

Game

3 hours ago

Shreyas Iyer:হঠাৎ অভ্যন্তরীণ রক্তক্ষরণ! কেন আইসিইউ-তে রয়েছেন শ্রেয়স আইয়ার?

Shreyas Iyer
Shreyas Iyer

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাচ নেওয়ার সময় চোট পেয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হন ক্রিকেটার শ্রেয়স আইয়ার। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তিনি সিডনির হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন। তাঁর চোটের তীব্রতার কারণে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে তাঁর যোগদান নিয়ে ঘনীভূত হয়েছে অনিশ্চয়তা।

সংবাদ সংস্থা পিটিআই’কে এক সূত্র বলেছে, “গত কয়েক দিন ধরে আইসিইউ’তেই রয়েছেন শ্রেয়স। রিপোর্টে দেখা গিয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। ফলে কোনওরকম ঝুঁকি নেওয়া হয়নি। রক্তক্ষরণের ফলে কোনওভাবে যাতে সংক্রমণ না হয়, সেই দিকে নজর রাখা হচ্ছে।” সিডনির তৃতীয় ওয়ানডে’তে অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারে চোটের কবলে পড়েছিলেন শ্রেয়স। হর্ষিত রানার ওভারে তুলে মারতে যান অ্যালেক্স ক্যারি। শর্ট থার্ডম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা শ্রেয়স পিছনের দিকে দৌড়ে দুর্দান্তভাবে তালুবন্দি করেন। তবে ক্যাচ সম্পন্ন করতে গিয়ে কোমর আছড়ে বেকায়দায় পড়েও যান ৩০ বছরের এই ক্রিকেটার।

তাঁর মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল, যন্ত্রণাবিদ্ধ তিনি। সেলিব্রেশনও পর্যন্ত করতে পারেননি। সতীর্থরা সঙ্গে সঙ্গে শ্রেয়সকে ঘিরে ধরেন। ততক্ষণে যন্ত্রণায় কোমরে হাত দিয়ে শুয়ে পড়েছেন। মাঠে প্রবেশ করেন ফিজিও কমলেশ জৈন। এরপর কোনওরকম উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে মাঠ ছাড়েন। ড্রেসিংরুমে আসার পর আইয়ারের প্যারামিটার ওঠানামা করে। এরপর বিসিসিআইয়ের মেডিক্যাল টিম দ্রুত পদক্ষেপ নেয়।

আরও জানা গিয়েছে, “শ্রেয়সের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল। দলের চিকিৎসক এবং ফিজিও সময় নষ্ট করতে চাননি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে না গেলে পরিস্থিতি মারাত্মক হতে পারত। খুবই বাজেভাবে লেগেছে। চোটের জায়গায় রক্তক্ষরণ হওয়ায় পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে কবে ফিরে আসবেন, সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়।”

বাঁ-দিকের পাঁজরে চোট লাগার পর প্রাথমিকভাবে তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকার কথা ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে শ্রেয়সের ফিট হয়ে উঠতে আরও কিছু দিন সময় বেশি লাগতে পারে। উল্লেখ্য, ৩০ নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। পরের দু’টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি দলে থাকবেন শ্রেয়স? তাঁর ভাগ্য আপাতত ঝুলে।

You might also like!